Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন
  • উপজেলায়  কমিউনিটি ক্লিনিক পুনঃচালুকরন ও নতুন কমিউনিটি ক্লিনিক র্নিমান ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোয়াটার র্নিমান। বায়োমেট্রিক হাজিরা পদ্বতি চালু করন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এ মোডেম/ইন্টারনেট সিম সহ লেপটপ, ডেক্সটপ,ট্যাব সরবরাহ। তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের লক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিদা চালুকরন।স্বাস্থ্য সেবাকে ডিজিটালাইজেশন করা। সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে সকল তথ্য ওয়েব বেইজ সফটওয়ার এ প্রেরন ও সংরক্ষন। মাঠ পর্যায় থেকে  শুরু করে স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারির অনলাইন ভিত্তিক মানব সম্পদ ডাটাবেজ এর প্রস্তুত করন।স্বাস্থ্য বিষয়ক হট লাইল নাম্বার ও স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) চালুকরন। 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরন, ৩টি ১০ শয্যা হসপিটাল,৩ টি ২০ শয্যা হসপিটাল স্থাপন করা হয়েছে। রুবেলা ও পিসিভি ভ্যাকসিন  চালুকরন।  সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে প্রতি মাসে অনলাইন ভিত্তিক হেলথ বুলেটিন প্রকাশ।